লালমোহনে মায়ের সাথে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, লালমোহন >> ভোলার লালমোহনে মায়ের সাথে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মো. আদম (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বদরপুর ইউনিয়নের চরটিটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত আদম ওই এলাকার মোতাহার কল্যাণের ছেলে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন লালমোহন থানার এসআই মো. শহিদুল ইসলাম।
তিনি বলেন, দুপুর বেলা ওই শিশু মায়ের সাথে পুকুরে গোসল করতে যায়। এসময় সে পুকুরে পরে ডুবে যায়। কিছুক্ষণ পর তার লাশ ভেসে ওঠে। তবে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
বিভাগের খবর, ভোলা