লালমোহনে ৬ দোকান মালিককে জরিমানা
লালমোহন (ভোলা) প্রতিনিধি:: ভোলার লালমোহনে অতিরিক্ত দামে পন্য বিক্রি এবং দোকানে মূল্য তালিকা না টানানোয় ৬ টি মুদি দোকান মালিককে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌরশহরের উত্তর বাজারে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরান মাহমুদ ডালিম।
এ সময় ৬ টি মুদি দোকানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে আলু-পেয়াজ-ডিম বিক্রি করায় ও মূল্য তালিকা না টানানোয় মোট ৬ হাজার টাকা জরিমানা করেন তিনি। এছাড়া অন্যান্য দোকান মালিকদের সতর্ক করা হয়।
অভিযান শেষে লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ইমরান মাহমুদ ডালিম বলেন, ভোক্তা অধিকার আইনে এসব জরিমানা করা হয়েছে।
ভোক্তাদের অধিকার নিশ্চিতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
বিভাগের খবর, ভোলা