লালমোহন থানার উদ্যোগে ওপেন হাউজ ডে
লালমোহন (ভোলা) প্রতিনিধি: ‘আপনার পুলিশ আপনার পাশে, তথ্য দিন-সেবা নিন’ এ প্রতিপাদ্যে ভোলার লালমোহনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে লালমোহন থানার আয়োজনে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গাজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে ওপেন হাউজ ডে উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মাদক, ইভটিজিং, বাল্যবিয়ে ও কিশোর গ্যাংসহ অপরাধ নির্মূলে পুলিশ সব সময় পাশে থাকবে বলে জানান অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মো. জহুরুল ইসলাম হাওলাদার। লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন।
এছাড়াও পশ্চিম চরউমেদ ইউনিয়নের (পশ্চিম) আওয়ামীলীগের সভাপতি সালেম হাওলাদার, পশ্চিম চরউমেদ ইউনিয়নের (পূর্ব ) আওয়ামীলীগের সভাপতি শাহজাহান বেপারী, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সেলিম বেপারীসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
বিভাগের খবর, ভোলা