লালমোহন থানার ওসি গেলেন মুরাদ, আসলেন মাহবুবুর রহমান
লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদের বদলি জনিত বিদায় হয়েছে। প্রায় দুই বছর তিনি লালমোহন থানায় কর্মরত ছিলেন। এসময় কালে মাকসুদুর রহমান মুরাদ নিজের কর্মগুনে লালমোহনবাসীর মনের মণি কোঠায় স্থান করে নিয়েছেন।
বর্তমানে বদলী হয়ে তিনি পার্শ্ববর্তী উপজেলা তজুমদ্দিনে ওসি হিসেবে দায়িত্ব পালন করবেন। এদিকে, বৃহস্পতিবার সকালে লালমোহন থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. মাহবুবুর রহমান। এরআগে তিনি ভোলা পুলিশ কন্ট্রোলরুমে ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বিভাগের খবর, ভোলা