২ িনিট আগের আপডেট বিকাল ৪:৫৩ ; বৃহস্পতিবার ; সেপ্টেম্বর ২৮, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

লাল-সবুজের পতাকা তৈরিতে ব্যস্ত কারিগরেরা

বরিশালটাইমস রিপোর্ট
৪:৩৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০১৯

বার্তা পরিবেশক, অনলাইন:: বাংলাদেশের মানুষের আনন্দ-বেদনা, গর্ব আর বিজয়ের মাস ডিসেম্বর। ১৯৭১ সালে নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর এই ডিসেম্বরেই বাংলার আকাশে ওড়ে মুক্তির পতাকা। বিজয়ের মাস এলেই তাই সারাদেশ ছেয়ে যায় লাল-সবুজে। এরই ধারাবাহিকতায় এ মাসে জাতীয় পতাকার চাহিদাও বেড়ে যায় কয়েকগুণ। কারিগরেরা ভীষণ ব্যস্ত হয়ে পড়ে লাল-সবুজের পতাকা তৈরিতে।

বিজয়ের মাসে বাসা বাড়ির ছাদে, বারান্দায়, রিকশা, সাইকেল, মোটরসাইকেল, প্রাইভেটকার, এমনকি সিটি সার্ভিসের বাসেও পতপত করে উড়তে দেখা যায় জাতীয় পতাকা। পতাকার এমন বাড়তি চাহিদার কারণেই রাজধানীর বিভিন্ন দর্জির দোকানে জাতীয় পতাকা তৈরির কাজ চলছে পুরোদমে।

সম্প্রতি রাজধানীর গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউ, হকার্স মার্কেট, বঙ্গবাজারসহ বেশকিছু জায়গায় গিয়ে জাতীয় পতাকা তৈরিতে ব্যস্ত সময় পার করতে দেখা যায় পতাকা বানানো কারিগরদের।

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের উলটো দিকে সিটি সেন্টারের দোতলায় পতাকা বানাতে ব্যস্ত লক্ষ্মীপুরের রায়পুর থানার ইয়াসিন। তার সঙ্গে কথা বলে জানা যায়, এ দোকানে সারা বছরই পতাকা বানানো হয়। শুধু বাংলাদেশের পতাকাই নয়, অন্য যে কোনো দেশের পতাকাও সঠিক মাপে বানানো হয় এখানে। পতাকা বানানোর সঙ্গে যুক্ত থাকায় এ দোকানের মালিকের নামও হয়ে গিয়েছে ‘পতাকা কামাল’। এ এলাকার সবাই তাকে পতাকা কামাল নামেই জানে। পতাকা কামাল প্রায় ১৬ বছর ধরে জাতীয় পতাকা তৈরির সঙ্গে জড়িত।

পতাকা বানানোর অভিজ্ঞতা জানতে চাইলে সাংবাকিদের ইয়াসিন বলেন, যে পতাকার জন্য ৩০ লাখ মানুষ শহীদ হয়েছে, ২ লাখ মা-বোন সম্ভ্রম হারিয়েছে, সেই পতাকা বানাতে পেরে আমি গর্বিত বোধ করি।

লাল-সবুজের পতাকা তৈরিতে ব্যস্ত কারিগরেরা।

কাজের চাপ কেমন জানতে চাইলে পতাকা বানানো আরেক কারিগর মো. রিয়াজ বলেন, এই সময় আমাদের কাজের চাপ অনেক বেড়ে যায়। সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত কাজ করেও শেষ করতে পারি না। আমরা দেড় ফুট থেকে শুরু করে দশ ফুট সাইজ পর্যন্ত পতাকা বানাই।

‘পতাকার সিজন, যেমন- ২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চ, ১৬ ডিসেম্বর, জাতীয় শোক দিবস বা এবং বাংলাদেশের ক্রিকেট খেলা চলাকালীন সময়ে আমাদের কাজ বেশি হয়। তবে ১৬ ডিসেম্বরে সবচেয়ে বেশি পতাকা বিক্রি হয়। ফলে বিজয়ের এ মাসে আমাদের আয়ও অনেক ভালো হয়। ডিসেম্বরে আমি ২৫ থেকে ৩০ হাজার টাকা আয় করতে পারবো বলে আশা করছি।’

দর্জি দোকানের মালিক পতাকা কামাল সাংবাকিদের বলেন, সারা বছর বিভিন্ন স্কুল-কলেজ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পতাকা কিনলেও, আমরা পতাকা বিক্রির জন্য বিশেষ সিজনের অপেক্ষায় থাকি। পতাকা বিক্রির সব থেকে বড় সিজন হচ্ছে ডিসেম্বর। এই সময় ভালোই বেচাকেনা চলে। যেমন আজ আমি সারাদিনে পাইকারি ও খুচরা মিলিয়ে প্রায় ৪০ হাজার টাকার বিক্রি করছি। ১৬ ডিসেম্বর যতো কাছে আসবে বিক্রিও ততোই বাড়বে।

পতাকার ব্যবসার সঙ্গে কেন জড়ালেন জানতে চাইলে পতাকা কামাল বলেন, আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারি নাই। তখন সে রকম বয়স থাকলে আমি অবশ্যই মুক্তিযুদ্ধে যেতাম। আমি ও আমার পরিবার সবাই মুক্তিযুদ্ধের পক্ষের লোক। ফলে পতাকা বানানো আমার কাছে সামান্য একটা পেশা নয়, তার থেকেও অনেক বেশি কিছু। এ ব্যবসার মধ্যে দিয়েই আমি আমার দেশপ্রেম বুঝি। বছরের অন্য সময় যখন বেচাবিক্রি হয় না, তখনও কিন্তু আমি এই পেশা ছাড়ি না। আমার বাকি জীবনটাও আমি পতাকা বিক্রি করেই কাটিয়ে দিতে চাই।

দেশের খবর

আপনার ত লিখুন :

 
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: barishaltimes@gmail.com, bslhasib@gmail.com
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  ‘দাফনের’ পর জীবিত উদ্ধার, আবারও লাপাত্তা সেই নারী  নেছারাবাদে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত  বরিশালে এক কেজি গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার ২  সুখবর: দেশে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার ‘সফল’ পরীক্ষা  বাংলাদেশের প্রথম ডেঙ্গু টিকা চার ধরনেই কার্যকর  বাঙালির স্বপ্নপূরণের নির্ভীক কারিগর শেখ হাসিনা  ছাত্রকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়ে কারাগারে শিক্ষক  ভুয়া ডিবি পরিচয়ে ৯ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ২  সাঈদীর জন্য দোয়া, চাকরি গেল মডেল মসজিদের ইমামের  নির্বাচনের আগে আরও এক দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র