লিফটের নিচে পড়ে ছিল রোগীর মরদেহ, দুর্গন্ধ পেয়ে উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ২৯ আগস্ট মহাখালীর জাতীয় ক্যানসার হাসপাতালে ভর্তি হন কালাম বেপারি। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় লিফটের দরজা খুলে গেলে লিফট ফ্লোরে না থাকায় নিচে পড়ে যান তিনি।
যদিও এ ব্যাপারে কিছুই জানতেন না স্বজন বা হাসপাতাল কর্তৃপক্ষ। পরে তার খোঁজ না পেয়ে কর্তৃপক্ষকে জানান স্বজনরা। কিন্তু খোঁজ দেয়ার বদলে উল্টো রোগীর পালিয়ে যাওয়ার কথা বলে হাসপাতালের বিল দাবি করে কর্তৃপক্ষ।
শনিবার সকালে লিফটের নিচ থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেয়া হলে কালাম বেপারির উদ্ধার করা হয়। বনানী থানার উপপরিদর্শক আবদুল কাদির জানান, পাকস্থলীর ক্যানসারের চিকিৎসার জন্য হাসপাতালটিতে ভর্তি হয়েছিলেন কালাম।
তার বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার গেরাকুল গ্রামে। এ ঘটনায় তার ছেলে রিয়াদ বেপারি বাদী হয়ে বনানী থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন। তিনি বলেন, খবর পেয়ে দুপুরের দিকে মরদেহটি আমরা উদ্ধার করি। মরদেহের ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর ক্যানসারের চিকিৎসার জন্য মো. কালাম বেপারির ছেলে রিয়াদ বেপারি তার বাবাকে হাসপাতালে ভর্তি করে বাড়ি যান। আজ সকালে রিয়াদ বরিশাল থেকে ফিরে তার বাবাকে আর হাসপাতালের বেডে খুঁজে পাচ্ছিলেন না। পরে রিয়াদ তার বাবার খোঁজে দ্রুত বনানী থানা পুলিশকে বিষয়টি জানান। স্বজনদের অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিতেই এ ঘটনা।
দেশের খবর