৪ ঘণ্টা আগের আপডেট রাত ৪:৭ ; বুধবার ; মে ৩১, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

লেবু পানি দিয়েই শুরু হোক সকালটা!

বরিশালটাইমস রিপোর্ট
৬:২৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০১৮

এক গ্লাস পানি আর অর্ধেক লেবু! ব্যস্ আর যেতে হবে না ডাক্তারের কাছে। ভিটামিন সির ঘাটতি দূর হবে। সংক্রমণের প্রকোপ কমাবে। স্ট্রেস এবং অবসাদ থেকে মুক্তি মিলবে। ওজন কমাবে। আরও কতো কী! একবার চোখ রাখুন প্রতিবেদনে-

ভিটামিন সি-এর ঘাটতি দূর হয়
শরীরকে সচল রাখতে যে যে উপাদানগুলির প্রয়োজন পরে, সেগুলির অন্যতম হল ভিটামিন সি, যা শরীরকে রোগ মুক্ত রাখার পাশাপাশি সার্বিকভাবে শরীরের কর্মক্ষমতা বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাই দেহের ভেতরে কোনও ভাবেই যাতে ভিটামিন সি-এর ঘাটতি না হয়, তা সুনিশ্চিত করতে নিয়মিত কয়েক গ্লাস লেবু পানি খেতে ভুলবেন না যেন! যে যে ফলে প্রচুর মাত্রায় ভিটামিন সি মজুত রয়েছে, লেবুর তাদের মধ্যে অন্যতম।

সংক্রমণের প্রকোপ কমায়
লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপাটিজ। তাই তো লেবু পানি যে কোনও ধরনের সংক্রমণ, বিশেষত গলার সংক্রমণ কমাতে দারুনভাবে সাহায্য করে থাকে। এক্ষেত্রে লেবু পানি দিয়ে গার্গেল করলেই উপকার পাওয়া যায়।

স্ট্রেস এবং অবসাদ থেকে মুক্তি মেলে
একাধিক গবেষণায় একথা প্রমাণিত হয়েছে যে নিয়মিত লেবুর পানি পান করলে স্ট্রেস একেবারে কমে যায়। সেই সঙ্গে অবসাদের প্রকোপও কমে। আসলে লেবু পানিতে উপস্থিত বেশ কিছু উপাদান শরীরে প্রবেশ করা মাত্র বিশেষ কিছু হরমোনের ক্ষরণ বাড়িয়ে দেয়। যে কারণে এমন সব সমস্যা নিমেষে কমে যেতে শুরু করে।

ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায়
হাজারো বিউটি প্রডাক্ট যা করে উঠতে পারেনি, তা লেবুর পানি নিমেষে করে ফলতে পারে। আসলে এই পানীয়তে উপস্থিত বেশ কিছু উপাদান ত্বকের হারিয়ে যাওয়া ঔজ্জ্বল্য ফিরিয়ে আনে। সেই সঙ্গে ত্বকের বয়স কমানোর পাশাপাশি ব্ল্যাক হেডস এবং বলিরেখা কমাতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে। গরমকালে ত্বককে ঠাণ্ডা এবং ঘামমুক্ত রাখতে লেবুর জল দিয়ে বারে বারে মুখটা ধুতে পারেন, দেখবেন উপকার পাবেন।

ওজন কমাতে সাহায্য করে
দেহের চারিদিকে জমতে থাকা অতিরিক্ত চর্বিকে ঝরিয়ে ফেলতে লেবুর রসের কোনও বিকল্প হয় না বললেই চলে! কারণ এই পানীয়টিতে উপস্থিত নানাবিধ উপকারি উপাদান হজম ক্ষমতাকে এতটা বাড়িয়ে দেয় যে অতিরিক্তি চর্বি ঝরিয়ে ফেলতে একেবারেই সময় লাগে না।

উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখে
লেবু পানিতে থাকে প্রচুর মাত্রায় পটাশিয়াম, যা রক্তচাপকে স্বাভাবিক রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাই তো এমন রোগে যারা বহু দিন ধরে ভুগছেন তারা প্রতিদিন সকাল-বিকাল লেবু পানি খাওয়া শুরু করুন, দেখবেন দারুন ফল পাবেন। তবে এমনটা করার আগে একবার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিতে ভুলবেন না যেন।

দেহে জলের ঘাটতি দূর করে
এমনি পানি খাওয়ার থেকে তাতে কয়েক চামচ লেবুর রস মিশিয়ে দিলে স্বাদের ব্যাপক উন্নতি ঘটে। ফলে স্বাভাবিকভাবেই পানি খাওয়ার পরিমাণ বেড়ে যায়। আর যেমনটা আপনাদের সবারই জানা আছে যে দেহের অন্দরে যত পানির পরিমাণ বাড়তে থাকে, তত ক্ষতিকর টক্সিক উপাদানেরা বেরিয়ে যেতে শুরু করে। ফলে স্বাভাবিকভাবেই সার্বিকভাবে দেহ এবং ত্বকের স্বাস্থ্যের উন্নতি ঘটে।

পেটের স্বাস্থ্যের উন্নতি ঘটে
যারা বদ হজম, কনস্টিপেশন, বারংবার পেট খারাপ সহ নানাবিধ পেটের রোগে ভুগে তাকেন তারা প্রতিদিন সকালে গরম পানিতে লেবুর রস মিশিয়ে খাওয়া শুরু করুন। এমনটা করলে স্টামাক অ্যাসিডের ক্ষরণ ঠিক মতো হতে শুরু করবে। ফলে রোগের প্রকোপ তো কমবেই, সেই সঙ্গে শরীরে জমে থাকা ক্ষতিকর উপাদান বা টক্সিনও বেরিয়ে যাবে।

শ্বাস কষ্ট দূর করে
যারা অ্যাস্থেমা বা কোনও ধরনের রেসপিরেটরি প্রবলেমে ভুগছেন তারা যত শীঘ্র সম্ভব রোজের ডায়েটে লেবুর পানিকে অন্তর্ভুক্ত করুন। দেখবেন কেমন ফল পান! আসলে এই পানীয়টি শ্বাস-প্রশ্বাস জনিত একাধির জটিলতাকে কমিয়ে ফেলতে দারুন কাজে আসে।

মুখ গহ্বরের নানা রোগ সেরে যায়
মুখ থেকে খুব দুর্গন্ধ বেরয়? এদিকে নানা কিছু করেও সুরাহা মিলছে না? তাহলে আজ থেকেই লেবু পানি পান করা শুরু করুন। দেখবেন বদ গন্ধ একেবারে কমে যাবে। শুধু তাই নয়, মাড়ি থেকে রক্ত পাত এবং দাঁতে যন্ত্রণা হওয়ার মতো সমস্যা হলেও এই ঘরোয়া পদ্ধতিটিকে কাজে লাগাতে পারেন। দেখবেন দারুন উপকার পাবেন।

বিশেষ খবর

আপনার ত লিখুন :

 
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: barishaltimes@gmail.com, bslhasib@gmail.com
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু  ঝালকাঠিতে টমটম উল্টে প্রাণ গেল চালকের  পাথরঘাটায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু  স্টেডিয়ামে ম্যাচ চলাকালে বজ্রপাতে ক্রিকেটারের মৃত্যু  ভোলা/ প্রিয় কুকুরকে পিটিয়েছে প্রতিবেশী, আদালতে সবুরার মামলা  পবিপ্রবিতে “মোটিভেশনাল অন এ্যাকরেডিটেশন ইন হায়ার এডুকেশন” শীর্ষক ওয়ার্কশপ  পটুয়াখালী সদর ফায়ার সার্ভিসের হটলাইন নম্বরে পরিবর্তন  কলাপাড়ায় শ্বাসনালীতে মারবেল আটকে শিশুর মৃত্যু  হিজলায় জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত  হাজারো মানুষের শ্রদ্ধা ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন শিয়ালকাঠি আ' লীগের সম্পাদক নাসির