৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

লোডশেডিং: পটুয়াখালীতে বিদ্যুৎ অফিস ঘেরাও করল বিএনপি

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ০৫:২৯ অপরাহ্ণ, ০৮ জুন ২০২৩

লোডশেডিং: পটুয়াখালীতে বিদ্যুৎ অফিস ঘেরাও করল বিএনপি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: সারাদেশে অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে পটুয়াখালীতে বিদ্যুৎ অফিস ঘেরাও করেছে জেলা বিএনপি। দলটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অবস্থান কর্মসূচির পাশাপাশি দলের নেতাকর্মীরা স্মারকলিপিও পেশ করেছেন।

বৃহস্পতিবার (৮ জুন) সকালে পটুয়াখালী শহরের ফটিকের খেয়াঘাট এলাকায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড অফিসের সামনে অবস্থান করে তারা।

পরে সংস্থাটির নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলামের কাছে বিএনপির পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়।

এর আগে, সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপির নেতা-কর্মীরা বিদ্যুৎ অফিসের সামনে জড় হন। পরে জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া ও সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টির নেতৃত্বে স্মারকলিপি দেন।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালী জেলা বিএনপির নেতাকর্মীরা বিদ্যুৎ অফিসে স্মারকলিপি দিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করে চলে যান।

38 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন