বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৬:৫৭ অপরাহ্ণ, ০৪ এপ্রিল ২০১৭
ঝালকাঠির কাঠালিয়ায় পুর্ব শত্রুতার জেরে এক হতদরিদ্র ব্যক্তির গরুর পা কুপিয়ে কেটে ফেলা হয়েছে। উপজেলার ছোনাউটা গ্রামে সোমবার (৩ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ছোনাউটা গ্রামের ওয়াজেদ খানের পুত্র আনোয়ার হোসেনের দুগ্ধজাত একটি গাভী ঘাষ খেতে খেতে ছলেমান গাজীর পুত্র হানিফ গাজীর জমিতে যায়। শত্র“তার জের ধরে এ সময় হানিফ গাজী মাটি কাটার খোন্তা দিয়ে গাভীটির পা কুপিয়ে কেটে ফেলে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এসএম জিয়াউল হক জনান, গরুটির সামনের পায়ের রগ সম্পূর্ণ কেটে ফেলা হয়েছে। অনেক বার চেষ্টা করে ক্ষতস্থানে সেলাই দেয়া হয়েছে। কিন্তু তা টিকবে না, ছিড়ে যাওয়ার সম্ভবানাই খুব বেশী।
পা দিয়ে অনেক রক্তক্ষরণের কারণে গরুটির অবস্থা আশঙ্কাজনক।
আনোয়ার হোসেনের স্ত্রী জানায় গরুটি আমাদের একমাত্র সম্বল। প্রতিদিন ১০ কেজি দুধ দেয়। দুধ বিক্রি করে আমাদের সংসার চলে। গরুটি মারা গেলে আমাদের অনাহারে দিন কাটাতে হবে।’
এ ব্যাপারে হানিফ গাজীর মুঠো ফোনে সংবাদিক পরিচয় পাওয়া মাত্রই ফোন কেটে দিয়ে মোবাইল বন্ধ করে রাখেন।”