বার্তা পরিবেশক, অনলাইন::: মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহে জবুথবু দেশ। বৃহস্পতিবার থেকে পাওয়া যাচ্ছে পুরোদমে শীতের আমেজ। এদিকে জানা গেলো, শনিবারের আবহাওয়া পরিস্থিতি শুক্রবারের মতোই থাকবে। তেমনটা হলে রোববারের আগে সূর্যের দেখা হয়তো মিলছে না।
বৃহস্পতিবার রাজশাহী, পাবনা, নওগাঁ, কুড়িগ্রাম, নীলফামারী, যশোর ও চুয়াডাঙ্গা- এই সাত অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে। শুক্রবার রাজশাহী, যশোর ও চুয়াডাঙ্গা- এই তিন অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে আরো বলা হয়েছে, শুক্রবার সারাদেশে রাতের ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামী ৪৮ ঘণ্টায় বা দু’দিনে রাত ও দিনের তাপমাত্রা বাড়তে পারে।
এই ২৪ ঘণ্টার পূর্বাভাসে আরও বলা হয়েছে, আংশিক মেঘলা আকাশসহ শুক্রবার সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শুক্রবার মধ্যরাত থেকে শনিবার সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
ঢাকায় শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৪ ডিগ্রি এবং সর্বোচ্চ ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
দেশের খবর