বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৮:১৩ অপরাহ্ণ, ১২ আগস্ট ২০১৬
দেশের তৃতীয় সমুদ্রবন্দর পায়রা’র উদ্বোধন হবে শনিবার। সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বন্দরটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।
পায়রা সমুদ্রবন্দরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ক্যাপ্টেন মো. সাইদুর রহমান জানান, ২০১৩ সালের ৫ নভেম্বর সংসদে পাস হয় পায়রা ‘সমুদ্রবন্দর-৩’। একই বছরের ১৯ নভেম্বর এর ভিত্তিফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও জানান, বন্দরের অবকাঠামো নির্মাণে ১৬ একর জায়গার ওপর হচ্ছে জেটি ও অত্যাধুনিক কনটেইনার ক্যারিয়ার, পানি শোধনাগার, জাতীয় রাজস্ব বোর্ড শুল্ক স্টেশন, নিরাপত্তা ভবনসহ প্রয়োজনীয় ভবন। বন্দরের নির্মাণ-ব্যয় ১ হাজার ১২৮ কোটি টাকা।
পটুয়াখালীর রাজস্ব দপ্তরের উপ-পরিচালক মো. হাবিবুর রহমান জানান, গত ১ আগস্ট পণ্য খালাস শুরু হওয়ার কথা থাকলেও প্রতিকূল আবহাওয়ার কারণে তা স্থগিত করা হয়। তবে এরই মধ্যে আংশিক রাজস্ব হিসেবে ১ কোটি ২২ লাখ টাকা পরিশোধ করা হয়েছে বলে জানান তিনি।