বরিশালটাইমস, ডেস্ক
প্রকাশিত: ০৭:২৩ অপরাহ্ণ, ১৭ আগস্ট ২০২৪
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সাবেক সরকার পতনের আন্দোলনে শহীদ জাতীয় বীরদের স্মরণে নগরীতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ২টায় নগরীর অশ্বিনীকুমার টাউন হলে শোকসভা ও দোয়া মাহফিল এর আয়োজন করে স্বাধীনতা ফোরাম বরিশাল।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। এসময় আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সন্ত্রাসী হামলায় নিহত হওয়ার ঘটনায় জড়িতদের দ্রæত গ্রেফতার ও বিচারের দাবীতে এক বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে বিএনপি দলীয় কার্যালয়ে এসে সমাপ্ত হয়। এসময় বিচারের দাবিতে বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শেখ শহিদুল ইসলাম সাজ্জাদ এর নেতৃত্বে এক বিশাল মিছিল অংশগ্রহন করে। অপরদিকে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা এ মিছিলে উপস্থিত ছিলেন।