শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের জন্মবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: সাবেক মন্ত্রী কৃষককূলের নয়নের মনি আব্দুর রব সেরনিয়াবাতের ১০২ তম জন্মবার্ষিকী বরিশাল নগরীতে পালিত হয়েছে। বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ বরিশাল জেলা ও মহানগর শাখার আয়োজনে মঙ্গলবার সন্ধ্যায় কেক কেটে আনুষ্ঠানিকভাবে তার জন্মদিন পালন করা হয়।
শহরের কালিবাড়ি রোডস্থ ধর্ম রক্ষিণী মন্দিরে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল মহানগর পুজা উদযাপন কমিটির সভাপতি তমাল মালাকার।
এসময় উপস্থিত ছিলেন- জেলা পুজা উদযাপন কমিটির সভাপতি মানিক মুখার্জী কুণ্ডু, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট দিলীপ ঘোষ, বীর মুক্তিযোদ্ধা পুসিলাল, জেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সঞ্জয় চক্রবর্তী, সহ-সভাপতি বিশু ঘোষ, মহানগর পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক চঞ্চল দাস পাপ্পা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মিনাল সাহা, নথুল্লাবাদ বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক কিশোর চন্দ্র দে, জয়ন্ত দাস, গায়ত্রী সরকার পাখি, সঞ্জীব কুমার সিংহ বর্মনসহ মন্দিরের পুরোহিতগণ প্রমুখ।
এর আগে শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের রুহের শান্তি কামনায় গীতা পাঠ ও প্রার্থনা করেন বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ বরিশাল জেলা কমিটির সভাপতি শ্যামল কৃষ্ণ চক্রবর্তী।
বরিশালের খবর, বিভাগের খবর