প্রথম ইনিংসে করেছিলেন ৭৬ রান। শাহরিয়ার নাফীস আজ দ্বিতীয় ইনিংসে আউট হয়েছেন ৭২ রান করে। তার জোড়া ফিফটির পরও খুলনা বিভাগের বিপক্ষে পিছিয়ে আছে বরিশাল বিভাগ।
খুলনায় ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগে প্রথম স্তরের এই ম্যাচ মঙ্গলবার তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে বরিশালের সংগ্রহ ৩ উইকেটে ১২২ রান। খুলনার থেকে এখনো ৪১ রানে পিছিয়ে আছে বরিশাল।
শাহীন হোসেন ১৬ ও আল-আমিন ২ রানে অপরাজিত আছেন। ১২৭ বলে ১০টি চারের সাহায্যে ৭২ রান করে আউট হয়েছেন শাহরিয়ার।
এর আগে দ্বিতীয় দিনের ৪ উইকেটে ২২১ রান নিয়ে খুলনার আবু নাসের স্টেডিয়ামে তৃতীয় দিনের খেলা শুরু করে খুলনা।
আগের দিনে ৯ রানের জন্য সেঞ্চুরি মিস করেছিলেন তুষার ইমরান। তৃতীয় দিনে মাত্র ৩ রানের জন্য প্রথম শ্রেনির ক্রিকেটে প্রথম সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়েছেন খুলনার অধিনায়ক আব্দুর রাজ্জাকও।
অষ্টম উইকেটে রাজ্জাকের সঙ্গে ১২০ রানের জুটি গড়া মেহেদী হাসান মিরাজের সামনেও সেঞ্চুরির সুযোগ ছিল। কিন্তু মিরাজ আউট হয়েছেন ৭৩ রান করে। তবে এই দুজনের ব্যাটে চড়ে প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৪২৪ রান করে খুলনা।
রাজ্জাক ওয়ানডে স্টাইলে ৮৩ বলে ৮ চার ও ৩ ছক্কায় ৯৭ রানের ইনিংসটি সাজান। ১১৮ বলে ৯ চারে ৭৩ রান করেন মিরাজ।
বরিশালের হয়ে গোলাম কবির ও সোহাগ গাজী নেন ৩টি করে উইকেট। কামরুল ইসলাম রাব্বি নেন ২ উইকেট।
খবর বিজ্ঞপ্তি, খেলাধুলার খবর