পিরোজপুরের নাজিরপুর উপজেলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে স্কুল শিক্ষকের পুত্রের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে বৃহস্পতিবার রাতে নাজিরপুর থানায় মামলাটি করেন। ঘটনাটি ঘটেছে পিরোজপুরের নাজিরপুর উপজেলার মালিখালি ইউনিয়নের লড়া গ্রামে।
পুলিশ সূত্রে গেছে, ওইদিন দুপুরে স্কুলছাত্রী গোসল করে তাদের বসত ঘরে বসে কাপড় পাল্টানোর সময় সবুজ বালা (২৪) তার ঘরে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা করে।
অভিযুক্ত সবুজ বালা উপজেলার উত্তর সাচীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জীব বলার পুত্র। আর ওই স্কুলছাত্রী পিইসি’র সমাপনী পরীক্ষার ফল প্রত্যাশী।
এ ব্যাপারে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বরিশালটাইমসকে জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। অভিযুক্ত যুবককে গ্রেফতারের চেষ্টা চলছে।
ঘটনার পর থেকে অভিযুক্ত সবুজ বালা পলাতক থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
পিরোজপুর