শিক্ষক দিবসে লালমোহনে র্যালী- আলোচন সভা
লালমোহন (ভোলা) প্রতিনিধি: ‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু’ এ প্রতিপাদ্যে মানুষ গড়ার কারিগর শিক্ষকদের সম্মানে শিক্ষক দিবস পালিত হয়েছে ভোলার লালমোহনে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে র্যালী বের করা হয়। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সরকারি শাহবাজপুর কলেজের অধ্যাপক বিধান হালদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ।
এসময় সহকারী কমিশনার (ভূমি) ইমরান মাহমুদ ডালিম, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার আক্তারুজ্জামান মিলন ও প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিনসলালমোহনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত র্যালী।
বিভাগের খবর, ভোলা