সরকারি নাজিমউদ্দিন কলেজের গণিত বিভাগের প্রভাষক রিপন চক্রবর্তীর উপর বুধবারের ওই হামলার বিচার দাবিতে বৃহস্পতিবার শহরে মানববন্ধন করেছে জেলার হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন।
রিপন চক্রবর্তী এখন বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা ‘শঙ্কামুক্ত’ বলে জানিয়েছেন সেখানকার সহকারী রেজিস্ট্রার শহীদুল ইসলাম।
বুধবার বিকালে তিন যুবক রিপন চক্রবর্তীর কলেজ গেইট এলাকার ভাড়া বাসায় কড়া নেড়ে ঘরে ঢুকে তার মাথায় চাপাতি দিয়ে আঘাত করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ফাহিমকে আটক করে বলে পুলিশের ভাষ্য।
সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুখদেব রায় বলেন, জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্যের ভিত্তিতে ফাহিমকে নিয়ে রাতেই অভিযানে নেমেছে পুলিশ। হামলার সময় থাকা অপর দুজনসহ ঘটনার মূল হোতাদের ধরতে অভিযান চলবে।মাদারীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবু সফর বরিশালটাইমস টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষক রিপনের মাথা, কপাল ও বাম হাতে একটি করে আঘাতের ক্ষত রয়েছে।
উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে বরিশালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাসপাতালের সহকারী রেজিস্ট্রার শহীদুল বলেন, রাতেই তার জ্ঞান ফিরেছে। তিনি এখন আশঙ্কামুক্ত। তারপরও তাকে গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে।
বরিশাল কোতোয়ালি থানার ওসি শাহ মো. আওলাদ জানান, শিক্ষক রিপনের নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
রিপন চক্রবর্তীর উপর ওই হামলা ও ঘটনার বিচার দাবিতে মাদারীপুরের হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন বেলা ১১টার দিকে সরকারি নাজিমউদ্দিন কলেজ ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে।