বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ১২:১১ অপরাহ্ণ, ০৫ মে ২০১৬
এক কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে গোয়ার প্রাক্তন শিক্ষামন্ত্রী আতানাসিও মনসারেট ওরফে বাবুশ মনসারেটের বিরুদ্ধে। গতকাল বুধবার সন্ধ্যায় সেন্ট ক্রুজের এই সাংসদের বিরুদ্ধে পানাজি পুলিশ স্টেশনে মামলা করেছে ওই কিশোরী নিজেই।
মামলায় অভিযোগ করা হয়েছে, প্রাক্তন শিক্ষামন্ত্রীর একটি দোকানে আমি কাজ করতাম। সেখানেই গত মার্চ থেকে একাধিকবার আমাকে ধর্ষণ করেন বাবুশ মনসারেট।
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন গোয়ার প্রাক্তন শিক্ষামন্ত্রী। তার দাবি, এটা একটা ষড়যন্ত্র। কিছুদিন আগে ওই মেয়েটির অভিভাবকরা আমার কাছে এসে একটা চাকরির জন্য আবেদন জানায়। আমি আমার দোকানে মেয়েটিকে কাজ দেই। কিন্তু তারপর মেয়েটি দোকানের ক্যাশ কাউন্টার থেকে টাকা সরালে আমি তাকে তাড়িয়ে দিয়েছিলাম। এখন ও আমার নামে মিথ্যা অভিযোগ জানাচ্ছে।
গোয়ার প্রাক্তন এই শিক্ষামন্ত্রী সেন্ট ক্রুজ বিধানসভা আসন থেকে কংগ্রেসের টিকিটে বিধায়ক হয়েছিলেন। কিন্তু বর্তমানে বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করে কংগ্রেস। এর আগেও তার বিরুদ্ধে অবৈধভাবে টাকা তোলার অভিযোগ উঠেছিল।
শুধু তাই নয়, তার ছেলে রোহিতের নামেও পাঁচ বছর আগে একজন জার্মান কিশোরী মেয়েকে ধর্ষণ করার অভিযোগ উঠেছিল।