ঝালকাঠিতে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর বহরের একটি মাইক্রোবাসের চাপায় আবুল বাশার মল্লিক (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে ঝালকাঠির পেট্রোলপাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল বাশার মল্লিক পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ শিয়ালকাঠি গ্রামের আতাহার মল্লিকের ছেলে। তিনি বরিশাল বেঙ্গল বিস্কুট কোম্পানিতে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে- ঝালকাঠি থেকে মোটরসাইকেলযোগে বরিশাল যাচ্ছিলেন আবুল বাশার। পথিমধ্যে পেট্রোলপাম্প এলাকায় গেলে পেছন থেকে আসা শিল্পমন্ত্রীর বহরের একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়।
গুরুতর আহত অবস্থায় তাকে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬ টায় তাঁর মৃত্যু হয়।
খোঁজখবর নিয়ে নিশ্চিত হওয়া গেছে- ওই প্রাইভেটকারটি শিল্পমন্ত্রীর লোক মোস্তক চালিয়ে ছিলেন।’’
শিরোনামঝালকাঠির খবর