৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

শিশু আহত, প্রতিবাদে সড়ক অবরোধ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:৩৮ অপরাহ্ণ, ৩০ মার্চ ২০১৬

মাইক্রোবাসের ধক্কায় এক শিশু আহত হওয়ায় প্রতিবাদে বরিশাল-ঝালকাঠি সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছে স্থানীয় জনতা।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। আহত শিশুটিকে বরিশাল শের-ই- বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির নাম পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শী সৈয়দ বাবু জানান, বরিশাল-ঝালকাঠি সড়কের রায়াপুর বটতলায় রাস্তা পার হওয়ার সময় শিশুটিকে ধাক্কা দেয় মাইক্রোবাসটি।

স্থানীয়রা মাইক্রোবাসটি আটকের পর ভাঙচুর করে এবং সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়। ফলে সড়কের দুই পাশে কয়েকশ যানবাহন আটকা পড়েছে।

50 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন