৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার

শিশু ধর্ষকের শাস্তি দাবিতে বরিশালে মানববন্ধন

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:১৩ অপরাহ্ণ, ২৯ অক্টোবর ২০১৬

বরিশাল: দিনাজপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণকারী সাইফুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ অক্টোবর) বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে জেলা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট এ মানববন্ধনের আয়োজন করে।

জেলা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সাগরের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, জেলা শাখার দপ্তর সম্পাদক মামুন হোসেন, হাসিবুল ইসলাম প্রমুখ।

বক্তারা ধর্ষক সাইফুলের কঠোর শাস্তি দাবি এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা রুখে দেওয়ার আহ্বান জানান।

17 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন