শিশু ধর্ষণচেষ্টা: মসজিদের ইমাম আটক
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঢাকার সাভারে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মসজিদের ইমামকে আটক করেছে পুলিশ। উপজেলার বনগাঁও ইউনিয়নের সাধাপুর গোপের বাড়ি এলাকা থেকে মঙ্গলবার সন্ধ্যায় তাকে আটক করা হয়।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোকলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। আটক ৩২ বছর বয়সী মো. ইউসুফ পাবনা জেলার আমিনপুর থানার বাসিন্দা। সাভারের ওই মসজিদে ইমামতি করেন তিনি।
স্থানীয়দের বরাতে উপপরিদর্শক বলেন, ‘প্রতিদিনের মতো ৯ বছর বয়সী ওই শিশু মঙ্গলবার সকালে বনগাঁও ইউনিয়নের সাধাপুর গোপের বাড়ি জামে মসজিদে আরবি পড়তে যায়। সেখানে ইমাম ইউসুফ তাকে ধর্ষণের চেষ্টা করেন।
‘পরে শিশুটি বাসায় গিয়ে পরিবারকে বিষয়টি জানালে তার বাবা সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দেন। সন্ধ্যায় ওই মসজিদ থেকে অভিযুক্তকে আটক করে পুলিশ।’ মামলার পর বুধবার তাকে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।
দেশের খবর