বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০১:১৪ পূর্বাহ্ণ, ১২ অক্টোবর ২০১৬
বরিশাল: শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে বরিশাল ডাক বিভাগের এক কর্মচারিকে আটক করেছে কোতয়ালি মডেল থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যার পরপর তাকে নগরীর জিয়া সড়ক এলাকা থেকে আটক করা হয়।
ধর্ষণ চেষ্টাকারি মো. দেলোয়ার হেসেন মোল¬া (৫০) ওই এলাকার আব্দুর রহমান মোল¬ার ছেলে।’
পুলিশ জানায়, স্থানীয় এক শিশুকে ধর্ষণ চেষ্টাকালে তাকে আটক করে লোকজন। পরবর্তীতে খবর পেয়ে থানায় নিয়ে আসা হয়।’
কোতয়ালি পুলিশের উপ-পরিদর্শক খলিলুর রহমান বরিশালটাইমসকে জানান, আটকের পর তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ চলছে। পরবর্তীতে মামলা হবে কিনা তার স্বীকারোক্তির ওপর নির্ভর করছে।’