এই কম্বল গায় দিয়া রাইতে ঘুমাইতে পারমু। এহন আর শীতে কাঁপতে হইবে না। বরিশাল শহরের নতুন বাজার এলাকার অসহায় খলিল কম্বল পেয়ে এভাবেই আনন্দ প্রকাশ করেন। মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেলে নগরীর ১৫ ও ১৬ নম্বর ওয়ার্ডে শেখ রাসেল স্মৃতি সংসদের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বরিশাল মহানগর আওয়ামী লীগ নেতা খান মামুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ শীতবস্ত্র শীতার্তদের হাতে তুলে দেন।
অবশ্য প্রতি বছর শীতের সময়েই অসহায় মানুষকে শীতবস্ত্র দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে আসছেন এই নেতা। মূলত সেই ধারাবাহিকতা বজায় রেখেই এবারও খান মামুন দাড়িয়েছেন অসহায় মানুষগুলোর পাশে।’
বরিশালের খবর