বরিশালটাইমস, ডেস্ক
প্রকাশিত: ০৫:৪১ অপরাহ্ণ, ১০ সেপ্টেম্বর ২০২৪
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সিলেটে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা বিএনপির সহ-ধর্মবিষয়ক সম্পাদককে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী স্বাক্ষরিত পত্রে সাময়িক বহিষ্কারের আদেশ দেওয়া হয়।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বিষয়টি নিশ্চিত করছেন। বহিষ্কৃত বিএনপি নেতা হলেন- জেলা বিএনপির সহ-ধর্মবিষয়ক সম্পাদক ও জৈন্তাপুর উপজেলার ১নং পূর্ব লক্ষী প্রসাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহমদ সোলায়মান।
চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী দল থেকে বহিষ্কার করা হলো। সে সঙ্গে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা সাত দিনের মধ্যে জেলা বিএনপির কাছে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।