শেখ রাসেল ডিজিটাল ল্যাবে জেলায় দ্বিতীয় লালমোহন হা-মীম
লালমোহন (ভোলা) প্রতিনিধি: শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করে ভোলা জেলায় দ্বিতীয় স্থান অর্জন করেছে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ। শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের ‘শেখ রাসেল ডিজিটাল ল্যাব’ প্রকল্পের আওতায় এ অর্জন লাভ করে প্রতিষ্ঠানটি।
স্বীকৃতি স্বরূপ প্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ মো. রুহুল আমিনের হাতে সম্মাননা শেখ রাসেল দিবসে এক অনুষ্ঠানের মাধ্যমে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
উল্লেখ্য, জেলার যুগোপযোগী শিক্ষা বিস্তারে অনন্য অবদান রেখে আসছে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ। বিভিন্ন সময় বিভাগীয় ও জেলা পর্যায়ে সেরাদের তালিকায় নাম রেখে আসছে প্রতিষ্ঠানটি।
বিভাগের খবর, ভোলা