শেখ হাসিনার ঈর্ষণীয় উন্নয়নে আওয়ামীলীগ এখন জনপ্রিয় দল: এমপি শাওন
লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলা-৩ আসনের সংসদ সদস্য (এমপি) নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈর্ষণীয় উন্নয়নের জন্যই স্বাধীনতার নেতৃত্বকারী বাংলাদেশ আওয়ামীলীগ এখন সবচেয়ে বড়, জনপ্রিয় ও সুশৃঙ্খল রাজনৈতিক দলে পরিণত হয়েছে।
একমাত্র শেখ হাসিনার জন্যই বাঙালী এখন বিশ্ব দরবারে সম্মানিত জাতি হিসেবে মর্যাদার স্থান অর্জন করেছে। সোমবার বিকালে ভোলার লালমোহনের বদরপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে হাজিরহাট টিএ মাধ্যমিক বিদ্যালয় মাঠে শেখ হাসিনা সরকারের সুযোগ-সুবিধা জনগণের দৌরগোড়ায় পৌছানোর লক্ষে জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে করণীয় শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সংসদ সদস্য শাওন আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুদা, দারিদ্রমুক্ত স্বনির্ভর ও উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করছেন তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা সরকারের আমলে দেশের সকল শ্রেণি-পেশার মানুষের ভাগ্যেরও উন্নয়ন হয়েছে।
তিনি যতদিন রাষ্ট্রপ্রধান থাকবেন, ততদিন বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাবে। বদরপুর ইউপি চেয়ারম্যান আসাদ উল্যাহ মেলকারের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-নোমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, জেলা পরিষদ সদস্য আনোয়ারুল ইসলাম রিপন, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন প্রমূখ।
বিভাগের খবর, ভোলা