আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২ তম জন্মদিন উপলক্ষে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বরিশাল সদর উপজেলা ছাত্রলীগ। সদর উপজেলার ১০টি ইউনিয়নে সংগঠনটির পক্ষ থেকে ১০০ ফলজ গাছের চারা রোপন করার প্রস্তুতি চলছে।
অবশ্য ইতিমধ্যে এই সংগঠনটি বরিশাল সদর উপজেলার জাগুয়া ইউনিয়নে বেশকিছু চারা রোপনও করেছে। ওই ইউনিয়নের পাচগাঁও বাজারে শুক্রবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে চারা রোপন উদ্বোধন করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান সুজন।
এসময় উপস্থিত ছিলেন- বরিশাল সদর উপজেলা আ’লীগের সহ-সভাপতি দিলিপ কুমার দাস, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম শাহীন, একই ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তারেক এবং বরিশাল জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম জাহিদুল ইসলাম শুভ প্রমুখ।
এই ব্যতিক্রমী আয়োজনের উদ্যোক্তা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান সুজন বরিশালটাইমসকে জানিয়েছেন- প্রথম দিনে একটি ইউনিয়নে কিছু চারা রোপন করে উদ্বোধন করা হয়েছে। শনিবার থেকে বাকি ০৯ টি ইউনিয়নে আরও রোপন করা হবে।’
বরিশালের খবর