২ ঘণ্টা আগের আপডেট রাত ১:৫৩ ; রবিবার ; ডিসেম্বর ১০, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

শেখ হাসিনার তুখোড় নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে

বরিশালটাইমস রিপোর্ট
৫:১৭ অপরাহ্ণ, মার্চ ২২, ২০১৭

ভোলা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব বলেছেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার তুখোড় নেতৃত্বের কারণে দেশের অগ্রযাত্রার তড়িৎ গতিতে এগিয়ে চলছে। বুধবার ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসয় তিনি আরও বলেন- বর্তমান সরকারের সময়ে সব ক্ষেত্রে ধারাবাহিক অগ্রগতি বাংলাদেশকে মধ্যমায়ের দেশে পরিণত করেছে। ২০৪১ সালে বাংলাদেশ উন্নত রাষ্ট্রের যে স্বপ্ন দেখছে তা প্রধানমন্ত্রীর নেতৃত্বে  দুর্বার গতিতে এগিয়ে চলছে। বাংলাদেশ অগ্রগতি দেখে বিশ্বের উন্নত দেশগুলো রীতিমতো বিস্ময় প্রকাশ করছে।

কোনো অপশক্তি এ অগ্রগতিকে থামাতে পারবে না মন্তব্য করে তিনি বলেন- পদ্মা সেতুর অর্থায়ন থেকে বিশ্ব ব্যাংকের সরে যাওয়ার পেছনে, ড. মুহাম্মদ ইউনূসের প্ররোচণা ছিলো। কিন্তু তার ষড়যন্ত্র প্রকাশ পেয়ে গেছে। ‘ড. ইউনূস বলেন ক্ষুদ্র ঋণ দিয়ে তিনি বাংলাদেশের দারিদ্র্যতা দূর করবেন।’

আসলে তিনি এসব ঋণ দিয়ে সাধারণ খেটে খাওয়া মানুষদের আত্মহত্যা আর ভিটেমাটি ছাড়ার ব্যবস্থা করছে।

এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু যে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত একটি উন্নত সুখী-সমৃদ্ধ অসাম্প্রদায়িক সোনার বাংলার স্বপ্ন দেখে গেছেন, তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সে স্বপ্ন একের পর এক বাস্তবায়ন করছে।

ইউনিয়ন আ.লীগ সভাপতি মো. মোস্তফা মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার, জেলা আ.লীগ যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব এবং এনামুল হক প্রমুখ।

সম্মেলনে কয়েক হাজার নেতাকর্মী, কাউন্সিলর ও ডেলিকেট অংশ নেয়।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সিরাজুল ইসলাম মিয়াকে সভাপতি ও সরওয়ারদী মাষ্টারকে সাধারণ সম্পাদক করে ৬৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

ভোলা

আপনার ত লিখুন :

 
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: barishaltimes@gmail.com, bslhasib@gmail.com
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  শিক্ষক নিয়োগ: ঘুসের টাকা ফেরত দিলেন প্রতিমন্ত্রী জাকির হোসেন  বরিশালসহ তিন বিভাগে পুরুষ কমছে  শাহজালালের মাজার জিয়ারত করে নির্বাচনি প্রচারণা শুরু করবেন শেখ হাসিনা  ভোটে প্রার্থীকে ব্যয় করতে হবে নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট থেকে: ইসি  ভারত থেকে শীঘ্রই আসছে ৫২ হাজার মেট্রিক টন পেঁয়াজ!  বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে মানবাধিকার দিবস উদযাপন  স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতে বরিশালে সভা  পণ্যের দাম বেশি রাখায় ২ দোকানিকে জরিমানা  হামলা চালিয়ে ঘর ভেঙে নেওয়ার ভিডিও ভাইরাল  বাকেরগঞ্জে ধরাছোঁয়ার বাইরে ভূমিদস্যু আল-আমিন