বার্তা পরিবেশক, অনলাইন ::: ছাত্রলীগের নতুন ও সাবেক নেতাদের সাথে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ছবি মুহূর্তেই ফেসবুকে ভাইরাল হয়েছে। শনিবার ছাত্রীগের ৭২তম প্রতিষ্ঠাবর্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠান শেষে শেখ হাসিনা ওই ফটোসেশনে অংশ নেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ছবিতে হাস্যোজ্জ্বল শেখ হাসিনার দুই পাশে ছাত্রলীগের সদ্য পূর্ণাঙ্গ দায়িত্ব পাওয়া সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে দেখা যাচ্ছে। আর তাদের পেছনে রয়েছেন তোফায়েল আহমেদ, ওবায়দুল কাদেরসহ সংগঠনটির সাবেক একদল নেতা।
প্রসঙ্গত, শনিবার ছিলো ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তিনি প্রধান অতিথির বক্তব্যে ছাত্রলীগ নিয়ে নানা স্মৃতিচারণ করেন। ওই অনুষ্ঠানেই ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদককে পূর্ণাঙ্গ দায়িত্ব দেন শেখ হাসিনা।
রাজনীতির খবর