আগামী নির্বাচনে নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত করতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন- ‘মুক্তিযুদ্ধবিরোধী চক্র আর যাতে মাথা তুলে দাঁড়াতে না পারে সেদিকে বিশেষ খেয়াল রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে।’
শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেল ৪টায় ঝালকাঠিতে আওয়ামী লীগ আয়োজিত গরিব, অসহায়, দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এ আহ্বান জানান।
ঝালকাঠি সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবদুর রশীদ হাওলাদারের সভাপতিত্বে জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শিল্পমন্ত্রী আরও বলেন- ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে বাংলাদেশ অভিষ্ট লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। দেশের সাধারণ মানুষ স্বাধীনতার সত্যিকারের স্বাদ পেতে শুরু করেছে। দেশ ও জাতির উন্নয়নে এ ধারা অব্যাহত রাখাসহ মানুষের আশা-আকঙ্কা পূরণের জন্য শেখ হাসিনাকে ফের ক্ষমতায় আনা ছাড়া বিকল্প নেই।’
তিনি আরো বলেন, ‘দেশের দক্ষিণাঞ্চল এক সময় অবহেলিত ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অঞ্চলের সার্বিক উন্নয়নে বিশেষ নজর দিয়েছেন। যে কারণে পদ্মা সেতু ও পায়রা বন্দর হলে দক্ষিণাঞ্চল এশিয়ার অন্যতম শিল্প ও বাণিজ্য অঞ্চলে রূপান্তরিত হবে। তাই এ অঞ্চলের মানুষকেও শেখ হাসিনা সমর্থন যোগানো উচিত।’
পরে তিনি অসহায় নারী-পুরুষের হাতে কম্বল তুলে দিয়ে আওয়ামী লীগের শীতবস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।’
শিরোনামOther