ঝালকাঠি: আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা দিয়ে তা রাখেননি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফকরুল আহসান শাহজাদা। ঝালকাঠিতে জেলা জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভায় শনিবার সকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন ।’
জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় এই নেতা আরও বলেন- আ.লীগ নেত্রী শেখ হাসিনা তাদের ওপর ভর করে ক্ষমতায় এসেছেন। কিন্তু ক্ষমতায় আসার আগে তার দেয়া একটি কথাও না রেখে জাতীয় পার্টিকে কৌশলে ভেঙে টুকরো করেছেন।
ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে জেলা জাতীয় পার্টির উদ্যোগে অনুষ্ঠিত সেই সভায় নবগঠিত কমিটির আহবায়ক এ্যাডভোকেট আনোয়ার হোসেন আনু সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় অপর সাংগঠনিক সম্পাদক ডা. সেলিনা খাতুন।
যুব সংহতির সাধারণ সম্পাদক সৈয়দ আবু শহীদের সঞ্চালনায় বক্তব্য রাখেন- জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক এমএ কুদ্দস খান, সদস্য সেলিম রেজা, বেগম জাহানারা মুকুল, একেএম মোস্তফা, ঝালকাঠি জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মাহবুবুর রহমান, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন তালুকদার, যুব সংহতির সভাপতি মঞ্জুরুল ইসলাম, ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম রেজাউল করিম ও জেলা ছাত্র সমাজের সভাপতি আশরাফুর রহমান শাকিল প্রমুখ।’
ঝালকাঠির খবর, টাইমস স্পেশাল