বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক এমপি মো. মইদুল ইসলাম বলেছেন- নৌকা হচ্ছে উন্নয়নের প্রতীক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার মানেই উন্নয়নের সরকার। আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় এসেছে তখনই উন্নয়ন হয়েছে।
বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান রোববার বাকেরগঞ্জে উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন শেষে সুন্দরকাঠী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির কক্তব্যে এসব কথা বলেন।’’
এরপূর্বে জেলা পরিষদ চেয়ারম্যান বাকেরগঞ্জের দুধল জিপিএস বিদ্যালয়, ৪১ নম্বর সুন্দরকাঠী প্রাথমিক বিদ্যালয় মূল সড়ক সংলগ্ন ব্রীজ নির্মাণের স্থান পরিদর্শন করেন। ওই সময় তিনি ব্রীজটি অচীরেই নির্মাণের ঘোষণা দেন।’
৪ নম্বর দুধল ইউনিয়ন পরিষদ আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বরিশাল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা, বাকেরগঞ্জ উপজেলা চেয়ারম্যান শামসুল আলম চুন্নু, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মিসেস আইরিন রেজা, জেলা পরিষদ সদস্য নেয়ামত উল্লাহ পলাশ।’
জেলা পরিষদ সদস্য মাসুদ আলম খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী শেখ তৌফিক আজিজ এবং উপ-সহকারী প্রকৌশলী জাহিদুর রহমান।’’
বরিশালের খবর