বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, ২০ আগস্ট ২০১৭
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের ওষুধ চুরির মামলায় হিসাবরক্ষসহ আরও ৩ আসামিকে জেলহাজতে প্রেরণ করেছেন আদালত। রোববার (২০ আগস্ট) অতিরিক্ত চিফ মহানগর ম্যাজিস্ট্রেট আদালতের বিচরক অমিত কুমার দে তাদের জেলহাজতে প্রেরণ আদেশ দেন।
জেলহাজতে যাওয়ারা হলেন, হিসাবরক্ষক এসএম জাকির হোসেন, কর্মচারী মোদাচ্ছের আালী এবং অফিস সহায়ক সৈয়দ দেলোয়ার হোসেন।
এই তিনজনকে নিয়ে এ মামলার ৭ আসামি এখন কারাগারে।
আদালত সূত্রে জানা গেছে, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের স্টোর থেকে রোগীদের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য দেয়া বিপুল পরিমাণ ওষুধ চুরি হয়।
পরে ওষুধ চুরি চক্রের সদস্যদের মধ্যে বিরোধ হয়। এর জের ধরে চতুর্থ শ্রেণির কর্মচারী কোয়ার্টার পুকুরে বিপুল পরিমাণ চোরাই ওষুধ ফেলে দেয়।
গত ১২ মে ওই ওষুধ উদ্ধারসহ হাসপাতালের আয়া শেফালী ও তার ছেলে মামুনকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা করে।
ওই মামলার আসামি আয়া শেফালী ওষুধ চুরি চক্রের ৭ সদস্যের নাম প্রকাশ করে। এছাড়া পরদিন ১৩ মে হাসপাতালের মেডিসিন ওয়ার্ড নার্সের কক্ষ থেকে চুরি করে মজুদ রাখা বিপুল পরিমাণ ওষুধ উদ্ধার করা হয়।
ওই দিন গ্রেফতার করা হয় নার্স বিলকিস বেগমকে। এই ঘটনায় হাসপাতালের পরিচালক বাদী হয়ে আরও একটি মামলা করে।
এ মামলার আসামি বিলকিস ওষুধ চুরি চক্রের আরও এক সদস্যের নাম প্রকাশ করে। ওই দুইজনের প্রকাশ করা আট সদস্যের মধ্যে দুই কর্মচারী লিটন ও নির্মলেন্দুকে গ্রেফতার করে পুলিশ।
রোববার আদালতে আত্মসর্পণ করা আসামিরা উচ্চাদালত থেকে জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ার পর তারা নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে জেলহাতে প্রেরণ করেন বিচারক।”