ঘণ্টা আগের আপডেট রাত ১:৪৪ ; রবিবার ; অক্টোবর ১, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

শেবাচিমে তালা ভেঙে কাগজপত্র উদ্ধার!

বরিশালটাইমস রিপোর্ট
১:৪৯ পূর্বাহ্ণ, নভেম্বর ৪, ২০১৬

বরিশাল: বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ৫ তলার একটি কক্ষের তালা ভেঙে কর্মচারী নিয়োগ কেলেংকারির কাগজপত্র উদ্ধার করা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তালা ভাঙার পর ওই কক্ষে নিয়োগ সংক্রান্ত যে সকল কাগজপত্র পাওয়া গেছে সেগুলো জব্দ করা হয়েছে।

নিয়োগ কেলেংকারির অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আবদুল জলিল ওই কক্ষটি ব্যবহার করতেন। শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এস এম সিরাজুল ইসলাম জানান, নিয়োগ সংক্রান্ত জব্দ করা কাগজপত্র দুর্নীতি দমন কমিশন-দুদক-এর বরিশাল দফতরে হস্তান্তর করা হবে।

হাসপাতালটির ২২৬ জন কর্মচারী নিয়োগ সংক্রান্ত সকল কাগজপত্র গত ১০ অক্টোবরের মধ্যে দুদকের বরিশাল দফতরে জমা দেবার নির্দেশ দেয়া হয়েছিল। কিন্তু নিয়োগ সংক্রান্ত ঐসব কাগজপত্র সাময়িক বরখাস্ত হওয়া তৎকালীন প্রশাসনিক কর্মকর্তা আবদুল জলিলের কাছে থাকায় সেগুলো হস্তান্তর করা যায়নি।

কাগজপত্র বুঝিয়ে দেয়ার জন্য জলিলকে বারবার তাগিদ দেয়া হলেও তিনি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কোন যোগাযোগ করেননি বলে জানা গেছে। হাসপাতালের পরিচালক আরও জানান, কাগজপত্র উদ্ধরের জন্য একটি কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটি একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে হাসপাতালের ৫ম তলায় দন্ত বিভাগের পাশের একটি কক্ষের তালা ভেঙে নিয়োগ সংক্রান্ত কাগজপত্র জব্দ করেন। এর আগে গত ১৭ অক্টোবর বরিশাল দুদকের উপ-পরিচালক মতিউর রহমান হাসপাতালে গিয়ে পরিচালকের সঙ্গে সাক্ষাৎ করলে পরিচালক তার কাছে থাকা কিছু কাগজপত্র দুদক কর্মকর্তার হাতে তুলে দেন।

খবর বিজ্ঞপ্তি, বরিশালের খবর

আপনার ত লিখুন :

 

ই বিের ও সা
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: barishaltimes@gmail.com, bslhasib@gmail.com
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  বরিশালসহ ৫ বিভাগে ভারী বৃষ্টিপাতের আভাস  চতুর্থ শ্রেণি সরকারী কর্মচারী সমিতির প্রতিষ্ঠাতা আব্দুল আজিজের মৃত্যুবার্ষিকী পালিত  মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে শোষণ করছে সরকার: রেজাউল করীম  বিএম কলেজ ছাত্রাবাসে শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে বসবাস: পলেস্তারা খসে ৪ শিক্ষার্থী আহত  কাউখালীতে জাতীয় কন্যা দিবস উপলক্ষে আলোচনা সভা   কলাপাড়ায় গ্রামীণ কিশোরীদের সেলাই প্রশিক্ষণ  ভোলায় জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ  সুন্দরবন থেকে জেলের বিচ্ছিন্ন মাথা উদ্ধার: চারপাশে বাঘের পায়ের ছাপ  গণমাধ্যমে ভিসা নীতি নিয়ে পিটার হাসের বক্তব্য : ১৯০ বিশিষ্ট নাগরিকের নিন্দা  গণমাধ্যমের স্বাধীনতার প্রতি সমর্থন অব্যাহত থাকবে: পিটার হাস