৩ ঘণ্টা আগের আপডেট রাত ২:৫২ ; রবিবার ; ডিসেম্বর ১০, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

শেবাচিমে ব্যাগ ফেলে পালালো ৫০ ওষুধ প্রতিনিধি

বরিশালটাইমস রিপোর্ট
৭:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০১৭

বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল থেকে বিভিন্ন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের অর্ধশতাধিক ব্যাগ জব্দ করেছে কতৃপক্ষ।

রোগী দেখার সময় বর্হিবিভাগের ডাক্তারদের সামনে ভিড় করার অভিযোগে বুধবার হাসপাতাল পরিচালক ডা. এসএম সিরাজুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান চালানো হয়। ওই অভিযানে ওষুধ প্রতিনিধিদের ব্যাগগুলো জব্দ করা হয়।

অভিযোগ রয়েছে- কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত হাসপাতালের প্রতিটি বিভাগ দখল করে রাখে বিভিন্ন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা। রোগী দেখার সময় চিকিৎসকদের কাছে গিয়ে তাঁরা তাদের নির্দিষ্ট কোম্পানির ওষুধ লেখার জন্য অনুনয়-বিনয় করেন।

মেডিকেলের চতুর্থ শ্রেণির কর্মচারি কল্যাণ সমিতির সভাপতি মোদাচ্ছের আলী কবির জানান- ওষুধ লেখার জন্য অনেক ক্ষেত্রে উপহার দেয়া হচ্ছে চিকিৎসকদের। শুধু তাই নয়, রোগী চিকিৎসকের চেম্বার থেকে ফেরার পথে তাদের ব্যবস্থাপত্র নিয়ে টানা হেচড়া করে কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা।

নিজ নিজ কোম্পানির ওষুধ লিখেছে কিনা তা দেখার জন্য এই কাজ করেন তাঁরা। তাঁদের কোম্পানির ওষুধ না লিখলে অনেক সময় তাঁরা নিজেরা কলম দিয়ে ব্যবস্থাপত্রে চিকিৎসকের দেওয়া ওষুধ পরিবর্তন করে নিজেদের কোম্পানির ওষুধ লিখে দেন।’’

এমন সব অভিযোগের ভিত্তিতে পরিচালকের নেতৃত্বে কর্মচারিরা হাসপাতালের বিভিন্ন বিভাগে অভিযান চালায়। এ সময় বিভিন্ন কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা ব্যাগ ফেলে পালিয়ে যায়।’

তাদের ফেলে যাওয়া অর্ধশতাধিক ব্যাগ জব্দ করে কর্তৃপক্ষ।

শোচিমের  পরিচালক ডা. এসএম সিরাজুল ইসলাম জানান- ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের হাসপাতালে চিকিৎসকদের ভিজিট করার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে। কিন্তু তারপরও তারা সকাল থেকে গভীর রাত পর্যন্ত হাসপাতালে ভিড় করেন। এতে রোগী এবং চিকিৎসক উভয়কেই বিড়ম্বনায় পড়তে হয়।

তাই ঘন্টাব্যাপী অভিযান চালিয়ে বেশ কিছু ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির ব্যাগ জব্দ করা হয়েছে। অভিযানকালে পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।’’

এ কারনে অভিযানের বিষয়টি টের পেয়ে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা তাদের ব্যাগ ফেলে রেখে পালিয়ে যায়। রোগীর সেবা স্বাভাবিক রাখতে এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছন।’’

খবর বিজ্ঞপ্তি, টাইমস স্পেশাল, বরিশালের খবর

আপনার ত লিখুন :

 
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: barishaltimes@gmail.com, bslhasib@gmail.com
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  শিক্ষক নিয়োগ: ঘুসের টাকা ফেরত দিলেন প্রতিমন্ত্রী জাকির হোসেন  বরিশালসহ তিন বিভাগে পুরুষ কমছে  শাহজালালের মাজার জিয়ারত করে নির্বাচনি প্রচারণা শুরু করবেন শেখ হাসিনা  ভোটে প্রার্থীকে ব্যয় করতে হবে নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট থেকে: ইসি  ভারত থেকে শীঘ্রই আসছে ৫২ হাজার মেট্রিক টন পেঁয়াজ!  বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে মানবাধিকার দিবস উদযাপন  স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতে বরিশালে সভা  পণ্যের দাম বেশি রাখায় ২ দোকানিকে জরিমানা  হামলা চালিয়ে ঘর ভেঙে নেওয়ার ভিডিও ভাইরাল  বাকেরগঞ্জে ধরাছোঁয়ার বাইরে ভূমিদস্যু আল-আমিন