বরিশাল: পুলিশের বিশেষ অভিযানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি ধারালো ছুরি, একটি হাতুড়ি ও সাতটি কাঁচের বোতল উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৬ জুন) রাত পৌনে ১০টার দিকে বরিশাল নগরের ফকিরবাড়ি রোডের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
তারা হলেন- শের-ই-বাংলা মেডিকেল কলেজের ৪৪তম ব্যাচের ছাত্র ও চুয়াডাঙ্গার বাসিন্দা আব্দুল মজিদের ছেলে সাবা বিন মজিদ এবং একই বর্ষের ছাত্র ও যশোরের শষীপাড়া এলাকার বাসিন্দা আ. আজিজের ছেলে আব্দুল্লাহ আল মামুন।
সম্প্রতি মেডিকেল কলেজে যুব রেড ক্রিসেন্ট ক্লাবের কমিটি গঠন করাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় তুহিন গ্রুপের দায়ের হওয়া মামলায় একটির এজাহারে তাদের নাম রয়েছে।
বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ বরিশালটাইমসকে জানান, ওই দুই নেতার সঙ্গে থাকা মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
টাইমস স্পেশাল, বরিশালের খবর