বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতাল থেকে খাদিজা বেগম (৪০) নামের এক নারীর লাশ চুরির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শনিবার রাতে কোতোয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরী করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী গ্রামের বাসিন্দা খাদিজা বেগম শনিবার সকালে বিষপান করলে ওইদিন বেলা ১১টার দিকে তাকে হাসপাতালের নারী মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। সন্ধ্যা সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় খাদিজা মারা যান।
তিনি আরও জানান, হাসপাতালে পুলিশ কেসের কোনো লাশ নিতে হলে প্রশাসনের অনুমতির দরকার হয়। কিন্তু খাদিজার পরিবার গোপনে হাসপাতাল থেকে লাশ চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ওইদিন রাতেই থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
কোতোয়ালী থানার ওসি শাহ্ মোঃ আওলাদ হোসেন জানান, বিষয়টি মঠবাড়িয়া থানা পুলিশকে জানানো হয়েছে।
খবর বিজ্ঞপ্তি, বরিশালের খবর