বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৬:০৪ অপরাহ্ণ, ১৮ এপ্রিল ২০১৭
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে অভিযান চালিয়ে ৬ রোগীর দালালকে আটক পরবর্তী জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৮ এপ্রিল) বেলা ১২টার দিকে এই অভিযান চালায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
ওই অভিযানে বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মি ভৌমিকের নেতৃত্বে দেন।
র্যাব প্রেস বিজ্ঞপ্তিতে জানায়- সহকারী পরিচালক এডি মো. হাছান আলী এবং এএসপি মো. কফিলউদ্দীনের নেতৃত্বে একটি দল অভিযান করে শেবাচিম হাসপাতালে। ওই অভিযানে ৭ জন অসাধু রোগীর দালালকে আটক করা হয়।
আটকরা হলেন- মো. জাকির হোসেন (২২), মো. ফিরোজুল ইসলাম (৪০), মো. আলমগীর হোসেন (২২), মো. আক্কাস হোসেন (৩০), মিঠুন কুমার সোম (২৫), খান আব্বাস এবং মো. রুবেল খান (২৫)।
পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি ভৌমিক আটকদের প্রত্যেকের কাছ থেকে ৫শ টাকা জরিমানা আদায় করে মুক্তি দেন।”