বরিশাল: সহপাঠীকে ইভটিজ করায় প্রতিরোধে বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে জন চলাচলের রাস্তায় দেয়াল তুলে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে শেবামেক ছাত্রলীগ। বুধবার গভীর রাতে সড়কে দেয়াল দেয়াতে রোগী থেকে জনতার চলাচলের জন্য ১ কিলোমিটার পথ ঘুড়তে হবে গন্তব্যে পৌঁছতে।’
মেডিকেল কলেজ ছাত্রলীগ নেতা ফোরকান জানান, মঙ্গলবার রাতে তাদের এক সহপাঠিকে ইভটিজিং করে বখাটেরা। এঘটনায় তারা ইলু নামের এক বখাটেকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। তারপরও এমন এ ঘটনায় সহপাঠিরা আমাদের উপর দোষ চাপায়। এজন্য আমরা বাধ্য হয়ে কলেজের ছাত্রী হোস্টেলের সড়কের মুখে বুধবার রাতে দেয়াল তুলে দেই। যাতে আমাদের সহপাঠিরা ইভটিজের শিকার না হন।
সড়কে দেয়াল দেয়াতে ভিন্ন মত পোষণ করেছেন কলেজের সাধারণ শিক্ষার্থীরা। তারা বলছেন, এ রাস্তায় দেয়াল তুলে দেওয়ার ফলে অপরাধ আরও বৃদ্ধি পাবে। এতে করে রাস্তায় টহল দেয় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের এখানে আসতে বিলম্ব হবে। রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ায় তাদের নজরদারীর কমে আসবে।
শেবাচিম হাসপাতাল শাখার সহকারী প্রকৌশলী বিধান চন্দ্র মজুমদার বলেন, সরকারী রাস্তায় দেয়াল তুলে দেয়া মানে সরকারী উন্নয়ন বাঁধাগ্রস্থ করা। আজ সকালে খবর শুনে ঘটনাস্থলে গিয়েছিলেন তিনি। যারা এ দেয়ালটি তৈরী করেছে তারা আমাকেও কিছু জানায়নি বলে জানান এ কর্মকর্তা।
শের-ই বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা.ভাস্কর সাহার মুঠোফোন কল দিলে তিনি রিভিস করেননি।’
খবর বিজ্ঞপ্তি, বরিশালের খবর