শেষ ম্যাচেও হারল বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে বড় সংগ্রহ দাঁড় করেছিল বাংলাদেশ। কিন্তু ১৭৪ রানের বড় লক্ষ্য টপকে পাকিস্তানের জয় নিশ্চিত করে বাবর-রিজওয়ানরা।
আর এর মধ্যমে সিরিজে টানা চার ম্যাচে হারায় পরাজয়ের বৃত্ত ভাঙেনি সাকিব-সোহানদের। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে ক্রাইস্টচার্চে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
নির্ধারিত ২০ ওভারে টাইগারদের সংগ্রহ ৬ উইকেটে ১৭৩ রান। জবাবে ১ বল হাতে রেখে ৭ উইকেটের জয় তুলে নেয় পাকিস্তান। পাকিস্তানের পক্ষে অর্ধশতক করেন রিজয়ান ও বাবর আজম। এছাড়া নেওয়াজ ২০ বলে ৪৫ রাবের ক্যামিও ইনিংস খেলেন নেওয়াজ। ১৯ ওভার ৫ বলে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ১৭৭ রান।
এর আগে বাংলাদেশের পক্ষে অর্ধশতক হাঁকিয়েছেন লিটন দাশ ও সাকিব আল হাসান। ৪২ বল খেলে দুটি ৬ এবং ছয়টি ৪ এর মাধ্যমে সর্বোচ্চ ৬৯ রান সংগ্রহ করেন লিটন। অপরদিকে সমান সংখ্যক বল খেলে সাতটি ৪ ও তিনটি ৬ এর সাহায্যে ৬৮ রান সংগ্রহ করেন টাইগার দলপতি।
পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ২টি করে উইকেট নিয়েছেন নাসিম শাহ ও মোহাম্মদ ওয়াসিম। এদিন একাদশে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। দলে অন্তর্ভুক্ত হয়েছেন পেসার তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক হোসেন ও এবাদত হোসেন।
এদিকে সিরিজে এ পর্যন্ত চার ম্যাচ খেলে তিনটিতে জয় পেয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ৬ পয়েন্ট। অপরদিকে তিন ম্যাচ খেলে দুটি ম্যাচে জয় পেয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তান। আর বাংলাদেশ এখনও তিন ম্যাচ খেলে একটি ম্যাচেও জয় পায়নি। তাই টাইগাররা পয়েন্ট শূন্য।
বাংলাদেশ ও পাকিস্তানের সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : ২০ ওভারে ১৭৩/৬ (সৌম্য ৪, শান্ত ১২, লিটন ৬৯, সাকিব ৬৮, ইয়াসির ১, সোহান ২, আফিফ ১১; নাসিম শাহ ৪-০-২৭-২, হাসনাইন ৪-০-৩৮-০, ওয়াসিম ৪-০-৩৩-২, শাদাব ৪-০-৩১-০, নেওয়াজ ৩-০-৩৭-১)।
পাকিস্তান : ১৯.৫ ওভারে ১৭৭/৩ (বাবর ৫৫, রিজওয়ান ৬৯, হায়দার ০, নেওয়াজ ৪৫, আসিফ ২; সাকিব ৩-০-২৮-০, হাসান ৪-০-২৭-২, তাসকিন ৪-০-৩২-০, শরিফুল ৪-০-৩০-০, সাইফউদ্দিন ৩.৫-০-৫৩-০)।
ফল : ৭ উইকেটে জয়ী পাকিস্তান।
খেলাধুলার খবর