কক্সবাজারের উখিয়া উপজেলায় শৌচাগার থেকে জাহেদ আলম চৌধুরী (২৫) নামে এক ছাত্রলীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে বাড়ির শৌচাগার থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়।
জাহেদ আলম পালংখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও বালুখালী দক্ষিণ পাড়ার যুবলীগ নেতা জাফর আলম গুরা মিয়া চৌধুরীর ছেলে।
জাহেদের স্ত্রী সাজেদা বেগম সদ্য এক কন্যাসন্তান জন্ম দিয়েছেন বলে পরিবারের সদস্যরা জানান।
নিহতের চাচা পালংখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার নুরুল আবছার চৌধুরী জানান, রোববার সকালে বাড়ি থেকে বের হয়ে বাজারে যান জাহেদুল। বাজার থেকে ফিরে শৌচাগারে গিয়ে সময়ক্ষেপণ করায় পরিবারের লোকজন দেখতে যান। গিয়ে দেখেন তার দেহ ঝুলছে।
পারিবারিক কোনো কলহ ছিল কিনা জানতে চাইলে তিনি জানান, এ ধরণের কোনো কলহ নেই এবং স্বাভাবিকভাবে বাজারে গিয়ে বাড়িতে ফিরে এসে এমন মর্মান্তিক ঘটনা ঘটান জাহেদুল আলম চৌধুরী।
উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
লাশ বিনা ময়নাতদন্তে দাফনের আবেদন জানিয়েছে স্বজনরা। অনুমতি মিললে দাফনের প্রক্রিয়া শুরু করা হবে অন্যতায় ময়নাতদন্ত করা হবে বলেও জানান তিনি।
বিভাগের খবর