বকেয়া বেতনের দাবিতে বরিশাল সিটি কর্পোরেশনে শ্রমিকদের লাগাতার কর্মসূচি চলছে। কর্মসূচির অংশ হিসেবে সোমবার শ্রমিকরা সকল কাজ বন্ধ করে দিয়ে নগর ভবনের সামনে অবস্থান নিয়েছিলেন।
এমনকি বিক্ষুব্ধ শ্রমিকরা সিটি কর্পোরেশনের প্রধান গেটে একটি তালাও ঝুলিয়ে দেন।
সকাল থেকে শ্রমিক আন্দোলন শুরু হলেও বরিশাল সিটি মেয়র আহসান হাবিব কামাল অফিসে আসেনি। কিন্তু কেন বা কী কারনে কর্পোরেশনে আসেননি তার পরিস্কার নয়।
তবে ধারণা করা হচ্ছে- শ্রমিকদের বেতন দিতে ব্যর্থ হওয়ায় মেয়র সিটি কর্পোরেশনে আসেননি। কারন এখানে আসলে তিনি জনরোষে পড়তে পারেন বলে শঙ্কায় ছিলেনে (!) যে কারনে পুরোদিনটি তিনি বাসায় কাটিয়েছেন।’
আন্দোলনরত কর্মচারীরা জানান- গত বছরের জুলাই মাস থেকে নিয়মিত ৫ শতাধিক কর্মকর্তা-কর্মচারীদের বেতন বকেয়া রয়েছে। এছাড়াও দৈনিক মজুরির ভিত্তিতে নিয়োগপ্রাপ্তদের ৫ শতাধিক কর্মকর্তা-কর্মচারীদের ৩ মাস ধরে বকেয়া বেতন আটকে আছে।’
বিসিসি কর্মকর্তাদের সূত্র জানিয়েছে- দিনভর শ্রমিক আন্দোলনে কার্যক্রম বন্ধ থাকলেও কর্পোরেশনে মেয়র না আসেন নি। তবে কেন বা কি কারনে আসেন নি তা তিনি স্পষ্ট করেননি।’
যদিও এবিষয়ে সকালে জানতে মেয়েরের সাথে যোগাযোগ কলা হলে তিনি কল রিসিভ না করে তার পিএস ফরিদকে ধরিয়েছেন।
অবশ্য ওই সময় ফরিদ বলেছিলেন- মেয়র বেলা ১২টার পরে সিটি কর্পোরেশনে যাবেন। কিন্তু পরবর্তীতেও মেয়র কর্পোরেশনে যাননি।”
শিরোনামবরিশালের খবর