বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক ও দেশীয় ষড়যন্ত্র থেমে নেই, তা চলছেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে জঙ্গিবাদ ও মাদকবিরোধী এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে। না হলে নভুনভাবে বিরোধীরা ফের ষড়যন্ত্র করবে। বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে তখন এই অগ্রযাত্রাকে ব্যহত করতে বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে।’
একাত্তরে পরাজিত শক্তিরা থেমে নেই উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘মুক্তিযুদ্ধে জাতির জনকের আহ্বানে এদেশের মানুষ শত্রুপক্ষের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। পরাজয় হয়েছিল বিরোধীদের। কিন্তু পরাজিতরা থেমে নেই, বিভিন্ন সময় বিভিন্ন নামে তারা আত্মপ্রকাশ করছে। কিন্তু তারা সফল হতে পারেনি, তাদের সফল হতে দেওয়া হবে না।’
সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে যুদ্ধে সফল হয়েছি দাবি করে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘আমরা সন্ত্রাস ও মাদক দমনের যুদ্ধে সফল হয়েছি। জননেত্রী শেখ হাসিনার ডাকে জঙ্গিবাদের বিরুদ্ধে সাধারণ জনগণ ঘুরে দাঁড়িয়েছে। জনগণের মনে জঙ্গিবাদের কোনও স্থান নেই। এর অন্যতম উদাহরণ নিহত জঙ্গিদের লাশ পর্যন্ত নিতে কেউ আসেনি। সাধারণ জনগণতো বটেই পরিবারের লোকজনও তাদের ঘৃণা করে। মাদক ও জঙ্গিবাদকে সাধারণ জনগণ না বলতে শিখেছে। বাংলাদেশে এদের ঠাঁই হবে না।’
‘তামাক, মাদক ও সন্ত্রাসবিরোধী জোট: ক্যাট’ আয়োজিত ‘জঙ্গিবাদ এবং মাদকবিরোধী আলোচনা সভা ও কবিতা পাঠ’ অনুষ্ঠানের শুরুতে ড. এমএ ওয়াজেদ মিয়া প্রতিষ্ঠিত সাধনা সংসদ ফাউন্ডেশনের ওয়েবসাইট (www.sadhanasangshadfoundation.com) উদ্বোধন করেন।
সাধনা সংসদ ফাউন্ডেশনের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মাকসুদ কামালের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিনিয়র স্বরাষ্ট্রসচিব ড. মো. মোজাম্মেল হক খান, পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহামেদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, র্যা বের মহাপরিচালক বেনজীর আহমদ প্রমুখ।
রাজনীতির খবর