বার্তা পরিবেশক, অনলাইন:::শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, দীর্ঘদিনের ষড়যন্ত্র মোকাবেলা করে আবার শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। বাংলাদেশ আজ সম্বৃদ্ধশালী দেশ।
বুধবার সন্ধায় নরসিংদীর শিবপুর উপজেলার ঐতিহ্যবাহী মোহড়পাড়া উচ্চ বিদ্যালয়ের শত বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, স্কুলের শিক্ষার্থীরা সারা বিশ্বে নরসিংদীর ঐতিহ্যে ছড়িয়ে দিয়েছে। বাংলাদেশ আজ সমৃদ্ধশালী দেশ।
সংসদ সদস্য জহিরুল হক ভূইয়া মোহনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মেজর জেনারেল সিদ্দিকুর রহমান, নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভূইয়া, নরসিংদী পৌরসভার মেয়র কামরুজ্জামান কামরুল, শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুন অর রশিদ, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুল আলম রাখিল প্রমুখ।
এদিকে বিদ্যালয়ের বর্ষপূতি উপলক্ষে অধ্যায়নরত শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়।
দেশের খবর