বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৩:৫৮ অপরাহ্ণ, ১৪ জুলাই ২০১৭
অশুভ শক্তি সমাজ থেকে পুরোটা নির্মুল করা কখনোই সম্ভব নয়। তবে শুভ শক্তির সচেতনতার মধ্যদিয়ে এদেরকে প্রতিরোধ করা সম্ভব। তার সরকার আন্তরিক সংখ্যালঘুদের নির্যাতর রোধে। এমন কথা বললেন, মাইনরিটি রাইটস ফোরামের বরিশাল ভিাগের প্রতিনিধি সম্মেলনে প্রধান অথিথির বক্তব্যে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।
শুক্রবার (১৪ জুলাই) বেলা ১১টায় শুরু হওয়া এই সম্মেলনে প্রতিমন্ত্রী তার বক্তব্যে আরও বলেন, সমাজে দুষ্কৃতকারীর সংখ্যা হাতে গোনা থাকে। তবে সুযোগ সন্ধানী এই অপরাধীরা নিজেদের স্বার্থে সমাজে সংখ্যালঘুদের ওপর অনিয় নির্যাতন করে। তাদের জমি দখল করে নেয়, হুমদি দেয়।
তার সরকার সংখ্যালঘুদের ওপর অত্যাচারের বিরুদ্ধে যথার্থ ব্যবস্থা নিয়েছে। মন্দির, গীর্জা, প্যাগোডায় হামলার মামলাগুলো সরকার বিশেষ নজরে দেখছেন। এনিয়ে মন্ত্রী বলেন, সমাজের ভালো লোকরা সংগঠিত হলে অশুভ শক্তি আর অপরাধ করার সুযোগ পাবে না বলে সবাইকে সংঘবদ্ধ হয়ে এর প্রতিরোধ করার আহবান করেন।
সংগঠনের সভাপতি অ্যাডভোকেট অনিল দের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্য রাখেন, মাইনরিটি রাইটস ফোরামের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়র মানস কুমার মিত্র, বরিশালের জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান এবং মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মো. আবুল কালাম আজাদ প্রমুখ।’
এই অনুষ্ঠানে বরিশাল বিভাগের জেলা ও উপজেলা থেকে আসা নেতারা বক্তব্যে সংখ্যালঘু নির্যাতন ও হয়রানির কথা বর্ণনা করেন।”