বরিশালটাইমস, ডেস্ক
প্রকাশিত: ০৮:২৫ অপরাহ্ণ, ১৪ মে ২০২৪
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নরসিংদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে সংগীতশিল্পী পিয়ালসহ দুজন নিহতের ঘটনায় জালু মিয়া (৬০) নামে হানিফ পরিবহনের বাসচালককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ মে) বেলা সাড়ে ১১টায় তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজধানী ঢাকার ডেমরা এলাকা থেকে আটক করা হয়েছে বাসচালককে। আটক জালু মিয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নগর থানার কাইতলা এলাকায়।
ইটাখোলা হাইওয়ে পুলিশের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১১ মে বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মাধবদী ড্রিম হলিডে পার্কের সামনে ঢাকামুখী লেন পরিবর্তন করে সিলেট লেনে প্রবেশ করে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এ সময় সিলেটগামী একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয় ওই বাসটির।
সংঘর্ষে ‘অড সিগনেচার’র গায়ক সংগীতশিল্পী আহসান তানভীর পিয়াল (২৬) এবং মাইক্রোবাস চালক আব্দুস সালামের (৪৩) মৃত্যু হয়। এদিকে সংঘর্ষের পর তাৎক্ষণিক বাসটি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় জালু মিয়া। কিছুক্ষণ পর ভুলতা এলাকায় রাস্তার পাশে বাস রেখে পালিয়ে যান তিনি। এখন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।