১৯ িনিট আগের আপডেট সন্ধ্যা ৬:১৮ ; সোমবার ; সেপ্টেম্বর ২৫, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

সংসদে নাগরিকত্ব বিলের কপি ছিঁড়ে ফেললেন ওয়াইসি!

বরিশালটাইমস রিপোর্ট
১:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০১৯

বার্তা পরিবেশক, অনলাইন::: গতকাল সোমবার মধ্যরাতে ভারতে বিতর্কিত নাগরিকত্ব (সংশোধনী) বিল পাস হয়েছে। এ সময় হায়দরাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি সংসদে প্রবল বিতর্কের মধ্যে নাগরিকত্ব (সংশোধনী) বিলের একটি কপি ছিঁড়ে ফেলেছেন। এর আগে তিনি বলেন, এটা দেশকে ভাগ করার প্রচেষ্টা। প্রস্তাবিত আইনটি আমাদের দেশের সংবিধানের বিরোধী।

‘অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন’ দলের নেতা আসাদুদ্দিন ওয়াইসি বরাবরই বলে এসেছেন প্রস্তাবিত আইন দেশকে ধর্মের ভিত্তিতে ভাগ করবে।

তিনি দাবি করেন, এই নাগরিকত্ব বিল আরও এক দেশভাগের কথা বলছে। এটা করা হচ্ছে মুসলিমদের ‘রাষ্ট্রহীন’ করে দেওয়ার জন্য।

তিনি বলেন, গান্ধী ‘মহাত্মা’ হয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বৈষম্যমূলক নাগরিকত্ব কার্ডের বিরোধিতা করার পর। তিনি প্রশ্ন তোলেন তিনি কেন তাহলে নাগরিকত্ব (সংশোধনী) বিলের বিরোধিতা করবেন না।

এরপরই তিনি বিলের কপিটি ছিঁড়ে ফেলেন। তাঁর এই কাজকে সংসদের ‘অপমান’ বলে দাবি করেন শাসক দলের সাংসদরা।

বিজেপি সরকারকে অভিযুক্ত করে আসাদুদ্দিন ওয়াইসি বলেন, এভাবে মুসলিমদের রাষ্ট্রহীন করতে চেয়ে দেশের স্বাধীনতা সংগ্রামীদের অপমান করছে সরকার।

এদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিতর্কিত নাগরিকত্ব (সংশোধনী) বিল সংসদে পেশ করে জানান, কোনোভাবেই এই বিল সংবিধানের ১৪ নম্বর ধারাকে লঙ্ঘন করছে না। সোমবার লোকসভায় এই বিল পেশ করার পর কংগ্রেস সাংসদরা আপত্তি জানিয়ে বলে, এই বিল মুসলিমদের বিরুদ্ধে।
তবে, অমিত শাহ জোর দিয়ে বলেন, এই বিল ‘এমনকি ০.০০১ শতাংশ’ ভারতের সংখ্যালঘুদের বিরুদ্ধে নয়।

Other

আপনার ত লিখুন :

 
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: barishaltimes@gmail.com, bslhasib@gmail.com
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  গলাচিপা উপজেলা চেয়ারম্যান-ইউএনও জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান ও প্রশাসন  কাউখালীতে ধানক্ষেত অর্ধগলিত যুবকের লাশ উদ্ধার  গাঁজা বিক্রি করতে গিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই-সিপাহি জনরোষে  আগৈলঝাড়ায় মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড  বরিশালে ইয়াবাসহ পুলিশ সদস্য আটক  কোথাও জায়গা পাইনা, কেউ থাকতে দেয়না: তাই পুকুরে মাঁচা বানাইয়া থাকি  ৩ ছাত্রকে ঝাড়ু-বেত দিয়ে নির্যাতনের অভিযোগ, তদন্ত কমিটি গঠন  ঘুষ গ্রহণের অভিযোগ তদন্তে প্রমাণিত তবুও রয়েছে বহাল তবিয়তে ইউপি সচিব  মায়ের চেয়ে ছেলে ৮ বছরের বড়!  কলেজছাত্রীকে দুই মাস আটকে রেখেছিল কনস্টেবল, থানায় মামলা