সকলের অগোচরে পানিতে ডুবে নিথর শিশু রিহান
লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনে ডোবার পানিতে ডুবে মো. রিহান (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকালে উপজেলার বদরপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরকচ্ছপিয়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শিশু রিহান ওই এলাকার মো. দুলালের ছেলে। জানা যায়, বিকালের দিকে উঠানে খেলছিল শিশু রিহান।
এ সময় সকলের অগোচরে বসত ঘরের পিছনের ডোবায় পড়ে যায় সে। রিহানকে উঠানে না দেখে তার মা সুরমা বেগম খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ঘরের পিছনের ডোবাতে রিহানের দেহ ভাসতে দেখে চিৎকার দেন তিনি।
পরে আশেপাশের লোকজন এসে শিশু রিহানকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ব্যাপারে লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরাতহাল প্রতিবেদন তৈরি করেছে। তবে এ ঘটনায় কোনো অভিযোগ না পাওয়ায় ওই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিভাগের খবর, ভোলা