বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ণ, ৩০ মে ২০১৭
বরিশাল বিএনপি সন্ত্রাসীদের দ্বারা পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করেছেন এখানকার সাবেক নেতা-কর্মীরা। মঙ্গলবার (৩০ মে) নগরীর হযরত মাওলানা এনায়েতুর রহমান সড়কস্থ হোটেল আকাশে আলোচনা সভায় তারা এই অভিযোগ করেন।
বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক প্রেসিডেন্ট শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত ওই সভায় জেলার শীর্ষ নেতাদের প্রতি ক্ষোভও প্রকাশ করেন বক্তারা।
সাবেক ছাত্র বরিশাল মহানগর যুবদল সভাপতি আতাহারুল ইসলাম চৌধুরী বাবুলের সভাপতিত্বে ওই সভায় বক্তব্য রাখেন- বরিশাল আইনজীবী সমিতির সাবেক সম্পাদক মহানগর বিএনপি সহ-সভাপতি অ্যাডভোকেট মহসিন মন্টু, কোতয়ালি বিএনপির সাবেক সম্পাদক শেখ আব্দুর রহিম, বর্তমান মহানগর বিএনপি সিনিয়র সহ-সভাপতি মনিরুল আহসান তালুকদার মনির এবং বিএনপি নেতা সাইদ আহমেদ মধু প্রমুখ।
বক্তরা বলেন- আমরা যারা বিগত আন্দোলন সংগ্রামে বিএনপির জন্য জীবন বাজি রেখে শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিএনপির রাজনীতি করেছি সেই বিএনপি আজ বরিশাল থেকে নির্বাসিত হয়েছে।
শুধুমাত্র গুটি কয়েক নেতাকর্মীর কারণে বরিশাল বিএপির রাজনীতিতে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
বক্তারা আরও বলেন- বরিশালে কয়েকজন সন্ত্রাসী বাহিনী দ্বারা বিএনপি পরিচালিত হওয়ার কারণে রাজনীতি থেকে ভাল মানুষগুলো মুখ ফিরিয়ে রাখতে বাধ্য হচ্ছে।
আজ আমাদেরকে যারা দেখে রাখার কথা ছিল তারা আমাদের দিকে না তাকিয়ে সন্ত্রাসীদের পাশে রাখছেন। তারা বলছেন শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের বিএনপিকে আরও শক্তিশালি করছেন।
কিন্তু বস্তুতপক্ষে সন্ত্রাসীরা ঐক্যবদ্ধ হয়ে বরিশাল বিএনপিকে ভঙ্গুরদশায় পরিনত করেছে। তাই বরিশাল বিএনপিকে রক্ষা করার জন্য একসাথে কাজ করার অঙ্গীকার করেন সাবেক নেতাকর্মীরা।”